রাজনীতি বিভাগে ফিরে যান

হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

অক্টোবর 8, 2024 | < 1 min read

সদ্য সমাপ্ত হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো আজ। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত ছিল দুই জায়গাতেই বিজেপি হারের সম্মুখীন হতে পারে। হরিয়ানার ৯০টি কেন্দ্রে এক দফাতেই ভোট হয় গত ৫ অক্টোবর।এদিকে এবার মোট তিন দফায় জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে সেখানে। বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে হরিয়ানায় হ্যাটট্রিকের পথে বিজেপি। অন্যদিকে, জম্মু-কাশ্মীরে জিততে চলেছে আবদুল্লা-গান্ধী পরিবারের এনসি-কংগ্রেস জোট।

মঙ্গলবার সকালে বিধানসভা ভোট ফলাফলের প্রবণতায় কংগ্রেস জেতার আশায় বাজা বাজিয়ে উৎসবে নেমে পড়লেও বেলা যত গড়াতে থাকে, ততই ছবিটা বদলাতে শুরু করে। জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দিলেও বুথ ফেরত সমীক্ষাকে নস্যাৎ করে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার এনসি এবং রাহুল গান্ধীর কংগ্রেস জোট বিজেপিকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, হরিয়ানায় বিজেপি ৫০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে ৩৫ আসনে।জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এগিয়ে রয়েছে ৪৩টি আসনে। তাদের শরিক দল কংগ্রেস এগিয়ে ৮টিতে। অর্থাৎ এখানে বিজেপি বিরোধী শরিকরা সরকার গঠনের অবস্থায় পৌঁছে গিয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
উৎসবে থাকবে না কিন্তু পুজোয় পাড়ায় পাড়ায় বামেদের বুক স্টল
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare