দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
আগস্ট 26, 2024 < 1 min read
উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্টার স্টেট বাস টার্মিনালে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই নিয়ে সাংবাদমাধ্যমের নানা খবরে বিব্রত হতে হয়েছে সরকারকে।
এই অবস্থায় সংবাদমাধ্যেমের উপর লাগাম পরাতে উদ্যত হল পুষ্কর সিং ধামি সরকার। রবিবার এই ঘটনায় পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তদন্তে নেমে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গণধর্ষণ নিয়ে খবর করার জন্য সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় উত্তরাখণ্ডের বিজেপি সরকার। পুলিসের প্রেস রিলিজের বাইরে কোনও বক্তব্যকে সরকারি বয়ান বলে ছাপলে পকসো আইনে সাংবাদিক বা মিডিয়া হাউজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
দেরাদুনের এসএসপি অজয় সিং পকসো আইনের ১৩ নম্বর ধারায় সংবাদমাধ্যমের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...