রাজনীতি বিভাগে ফিরে যান

সিএএ বুমেরাং হচ্ছে বুঝতে পেরেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বিজেপির নেতারা

এপ্রিল 29, 2024 | < 1 min read

রানাঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী জগন্নাথ সরকার এর ভোট প্রচারে নদিয়ার বগুলায় বিজেপি সভাপতি জে পি নড্ডা একটি জনসভা করেন।সেখানে সিএএ নিয়ে কোনো কোথায় বললেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। যা অস্বস্তিতে ফেলেছে বিজেপির স্থানীয় নেতাদের একাংশকে।

এই সভায় তিনি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন এবং অনুদানের কথা বলেন। তৃণমূলের বিরুদ্ধে সরব হন।তবে সিএএ বা মতুয়াদের নিয়ে কোনও কথা বলেননি তিনি। প্রায় ৭০টি মতুয়া দল এসেছিল ওই জনসভায়।

এই বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেছেন, “মতুয়াদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে, সিএএ-এর মাধ্যমে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মতুয়ারা নিঃশর্ত নাগরিকত্বের দাবি করে এসেছেন। তাঁরা বুঝতে পেরেছেন যে, এই সিএএ আসলে নাগরিকত্ব দেওয়ার নয়, এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। বিজেপি নেতারা সেটা বুঝতে পেরে সিএএ নিয়ে কোথাও মুখ খুলছেন না। নড্ডাও সেটাই করে গেলেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার কাছে তৃণমূলে সম্ভাব্য রদবদলের রিপোর্ট পেশ অভিষেকের
FacebookWhatsAppEmailShare
আরজি কর মামলায় শুভেন্দুর দাবিকে চপেটাঘাত প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
আমেরিকায় পালাবদলে উদ্বেগ ইউনুসের, আবার কি জেগে উঠবে বাংলাদেশের আওয়ামী লিগ?
FacebookWhatsAppEmailShare