দেশ বিভাগে ফিরে যান

৪০০ পার কি এবার কঠিন হবে? শঙ্কায় বিজেপি

এপ্রিল 25, 2024 | < 1 min read

নির্বাচনের শুরু থেকে “৪০০ পার” করার ন্যারেটিভ চালিয়েছিল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। তার সঙ্গে যোগ করেছিল “বিকাশ”এর জয়গান। অনেকটা ২০০৪ সালের “ইন্ডিয়া শাইনিং”এর মত। যার পরেই হার হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর।

আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন। এর মধ্যে বাংলার তিনটি কেন্দ্র – দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটেও হবে ভোট। কিন্তু সংবাদমাধ্যমের মতে, বিজেপি যাই করে নিক, ৪০০ পার দুরস্ত।

বিজেপির অন্দরে কানাঘুষো, স্বয়ং ঈশ্বর প্রকট হলে তবেই ৪০০র বেশি আসন পাবেন মোদি, নচেৎ না। কিন্তু মোদি আর শাহের ভয়ে কেউ মুখ খুলতে পারছেননা, কারণ তাঁরা বাস্তব পরিস্থিতির সম্মন্ধে কিচ্ছু শুনতে নারাজ।

আরো জানা যাচ্ছে, আগামী নির্বাচনী দফার প্রচারে বেড়িয়ে ৪০০ পারের অহংকার কম দেখাবে বিজেপি। প্রথম দফার নির্বাচনে ৫-৬% কম ভোটদান চিন্তার ভাঁজ ফেলেছে তাঁদের কপালে।

এমনিতেই কোনো হাওয়া নেই। মানুষের মধ্যে উৎসাহ নেই। এর মধ্যেই চিন্তা বাড়ছে নরেন্দ্র মোদির।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটপর্বে টাকা-মদ-মাদক উদ্ধারে শীর্ষে গুজরাট
FacebookWhatsAppEmailShare
নাগরিকত্বের আবেদনের বিষয়ে চুপ স্বরাষ্ট্র মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
‘রাজনৈতিক দল নয়, মোদীর কাছে বড় চ্যালেঞ্জ মানুষ’, বললেন প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare