নোটায় ভোট দেওয়ার আর্জি আদি বঙ্গ বিজেপি কর্মীদের
প্রার্থী পছন্দ নয়। দলের মধ্যে তুমুল মতানৈক্য। এই নিয়েই এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছে বিজেপি। আসলে বিজেপির যাঁরা প্রকৃত কর্মী তাঁদের প্রার্থী করা হয়নি বলে অভিযোগ। এই অভিযোগ তুলে দলীয় প্রার্থী নির্বাচনে এবার অনাস্থা জানিয়ে ‘নোটা’ বোতাম টিপতে আবেদন জানাল ‘বিজেপি বাঁচাও’ মঞ্চ।
এই মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবিও ওঠে। ইডি, সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে। তাহলে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? কেন শুভেন্দুকে নেতা মানতে হবে? তোলা হচ্ছে প্রশ্ন।
শুভেন্দুকে কাঠগড়ায় তুলে বিজেপি বাঁচাও মঞ্চের আহ্বায়ক দীপক সরকার বলেন, ‘আমার ঘরে চোর পুষে অপরের ঘরের চোর তাড়াব! সেটাকে কোন নৈতিকতা বলে? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীদের জেল হলে তাঁদের থেকেও বেশি অপরাধী শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হবে না? একুশের নির্বাচনের মতো চব্বিশের লোকসভা নির্বাচনেও ভুল প্রার্থীদের মনোনীত করা হয়েছে।’