বাংলা বিভাগে ফিরে যান

নির্বাচন আসতেই গোখরো তথা মিঠুনের প্রচার শুরু পয়লা বৈশাখেই

এপ্রিল 12, 2024 | < 1 min read

সামনেই ২০২৪ সালের লোকসভা ভোট। প্রথমেই উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটগ্রহণ আগামী ১৯ এপ্রিল। আর পয়লা বৈশাখে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী। প্রথমে আলিপুরদুয়ার, তারপর জলপাইগুড়ি ও কোচবিহারে প্রচারে যাবেন তিনি। সব দিনই একটি করে রোড-শো এবং একটি করে সভা করবেন তিনি।

২০২১ সালে নবান্ন অধিকারের লক্ষ্যে অভিনেতা তথা রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন যোগ দিয়েছিলেন বিজেপিতে। ব্রিগেডে মোদীর সভামঞ্চে ধুতি-পাঞ্জাবির সঙ্গে কালো টুপি আর কালো চশমায় মিঠুনকে দেখা গিয়েছিল। আর সেই দিন মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ‘‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।’’এবারের লোকসভা নির্বাচনে জনতা দেখতে চাইছে এক ছোবলে ছবি কে ছবি? বিজেপি না তৃণমূল?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare