বাংলা বিভাগে ফিরে যান

মহিলা সংরক্ষণ বিলের প্রভাব নেই বিজেপির প্রার্থী তালিকায়

এপ্রিল 11, 2024 | < 1 min read

নারী ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন, সুরক্ষা, মহিলাদের নামে গুচ্ছ গুচ্ছ প্রকল্প – এসবই লোক দেখানো, মুখেই শুধু বড় বড় কথা কিন্তু কাজের বেলায় শূন্য এটাই বিজেপি। গত বছরই কেন্দ্র তাড়াহুড়ো করে করে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছে যেখানে বলা আছে ৩৩ শতাংশ সংরক্ষণের কথা।

কিন্তু মজার বিষয় হল, এখনও পর্যন্ত ২০২৪ লোকসভা ভোটে প্রার্থী হিসেবে যে ৪১৯ জনের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। এদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৬৭ জন, অর্থাৎ ১৬%।

মহিলাদের যে বিজেপি কখনোই সম্মান করেন না, তা তাদের কথা বার্তা আচার আচরণে স্পষ্ট। উল্লেখ্য, পরিসংখ্যান বলছে ২০১৪ সালে বিজেপির প্রার্থীদের মধ্যে মহিলা ছিলেন ৯%, ২০১৯ সালে তা বেড়ে হয় ১২ শতাংশ হয়। ২০১৯ সালে ৭১ শতাংশ বিজেপির মহিলা প্রার্থীরা জয়ী হয়েছিলেন আর ২০১৪ সালে ৭৮.১৯ শতাংশ মহিলা প্রার্থীরা বিজেপি থেকে সফল হন। এবছরে এখনও প্রায় ৩০ টি আসনের প্রার্থী ঘোষণা বাকি বিজেপির, কিন্তু তাতে সংখ্যার এমন কিছু বৃদ্ধি হবে বলে মনে হয় না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare