বাংলা বিভাগে ফিরে যান

অগ্নিমিত্রাকে মেনে নিচ্ছেন না মেদিনীপুরের বিজেপি কর্মীরা

মার্চ 28, 2024 | < 1 min read

গতবার মেদিনীপুর থেকে নির্বাচনে দাঁড়িয়ে সংসদে গিয়েছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু, পাল্টেছে সময়, উল্টেছে রাজ্যপাট, এখন দিলীপ বিজেপিতে এক সাধারণ কর্মীর সমান। মেদিনীপুরের ভূমিপুত্র দিলীপকে এবার তাঁর পুরোনো আসন থেকে টিকিট না দিয়ে দুর্গাপুরে পাঠিয়েছে বিজেপি, আর আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে পাঠানো হয়েছে পদ্মের টিকিটে মেদিনীপুর থেকে লড়তে।

এর জেরেই শুরু হয়েছে হাজারো সমস্যা। অগ্নিমিত্রাকে মেনে নিতে পারছেননা বিজেপি কর্মীদের বড় একটা অংশ। কর্মীদের সন্তুষ্ট করতে অগ্নিমিত্রাকে বলে বেড়াতে হচ্ছে যে তিনি রাজনীতির আঙিনায় পা রেখেছে দিলীপ ঘোষের দৌলতে।

শুভেন্দু অধিকারী যে মেদিনীপুরে প্রার্থী বাছাই করতে বড় কলকাঠি নেড়েছেন, তা বুঝতে পারছেন কর্মীরা। ভারতী ঘোষের নাম প্রাথমিকভাবে পেশ করা হলেও আচমকাই অগ্নিমিত্রাকে প্রার্থী করা হয়, যা নিয়ে এখন বিশ বাওঁ জলে গেরুয়া শিবির।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

চলছে রাজ্যের ৮ কেন্দ্রে চতুর্থ দফার ভোটগ্রহণ
FacebookWhatsAppEmailShare
সব বুথে এজেন্ট দেওয়া নিয়ে সংশয়ে বিজেপি
FacebookWhatsAppEmailShare
আবার সন্দেশখালির গঙ্গাধরের নয়া ভিডিও ফাঁস
FacebookWhatsAppEmailShare