রাজনীতি বিভাগে ফিরে যান

ঘাটালে তারকা বনাম তারকা?

মার্চ 2, 2024 | < 1 min read

এবার ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। বিপরীতে তৃণমূলের তরফে কি থাকবেন দেব। বিজেপির তরফে ২০ আসনের প্রার্থী ঘোষণা করা হল। আর সেখান থেকেই জানা গিয়েছে এবার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিজেপির হয়ে লড়বেন হিরণ চট্টোপাধ্যায়। নায়কের বিরুদ্ধে নায়ক বাছল বিজেপি।

দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মমতা৷

তার পর দেব বলেন, তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন৷ মমতা বন্দোপাধ্যায়ও বলেন, ঘাটাল থেকেই লড়াই করবেন দেব৷ পর্যবেক্ষকদের মতে, ঘাটালের লড়়াই আপাতভাবে জমজমাট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
সমাজমাধমে ‘কিউআর কোড’ দিয়ে ইন্দিরা জয় সিং এর পারিশ্রমিক চাওয়া হচ্ছে
FacebookWhatsAppEmailShare