বাংলা বিভাগে ফিরে যান

বিজেপিকে ভোট দিতে মতুয়াদের খোলা হুমকি অসীম সরকারের

ফেব্রুয়ারি 25, 2024 | < 1 min read

একটি সামাজিক মাধ্যম ভিত্তিক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে একপ্রকার খোলা হুমকি দিতে দেখা গেছে মতুয়া সম্প্রদায়ের প্রতি। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে ঠান্ডা গলায় হুমকির সুরে অসীমবাবু বলেছেন, নয় বিজেপিকে ভোট দিন, নয়তো আধার কার্ড বাতিল করে দেওয়া হবে।

অসীম সরকারের এই ভিডিও নিজেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিওতে বিজেপি বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, “আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেননা। এটা খুব দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্বের অনুরোধে।”

উনি আরো বলেন, “সেখানে আবার ঠাকুরমশাইও রয়েছেন। শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয়, আমাদের মাননীয় মন্ত্রী। তিনিও দিল্লিতে দরবার করেছেন এই নিয়ে। এইযে আধার কার্ডটা ফিরে পেয়েছেন, প্রাণ ফিরে পেয়েছেন। এই প্রাণ যদি আপনাদের ফিরিয়ে না দিতো, আপনাদের করার কিচ্ছু ছিলনা।”

মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রচ্ছন্ন হুমকির সুরে কবিয়াল বিধায়ক হুঁশিয়ারি দেন, “আন্দোলনে নামবেন? অ্যারেস্ট হয়ে যাবেন। আপনি তো বিদেশী! আপনি বাংলাদেশী পাসপোর্ট করিয়ে নিয়ে এসে এখানে থাকতে পারেন না। ভারতবর্ষ কি হরি ঘোষের গোয়াল নাকি!”

অসীম সরকারের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে কানাঘুষো, মতুয়াদের ভোট ধরে রাখার শেষ মরিয়া চেষ্টার স্বার্থে এবার হুমকি দিতে উপনীত হতে হচ্ছে বঙ্গ বিজেপিকে।

সাম্প্রতিককালে মতুয়া ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। গত ৫ বছরে অনেকটাই ঘুরে গেছে মতুয়া রাজনীতির অঙ্কের চাকা। বারবার সিএএ করবো করবো করেও না করার ফলে ক্ষোভ জমেছে বিজেপির বিরুদ্ধে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare