দেশ বিভাগে ফিরে যান

২২৫ রাজ্যসভা সাংসদের সম্পত্তির পরিমাণ ১৮ হাজার কোটি

আগস্ট 19, 2023 | < 1 min read

Image – Money Control

বর্তমান রাজ্যসভার ২২৫জন সদস্যের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১৮,২১০ কোটি টাকা। এদের মধ্যে সবথেকে ধনী তেলেঙ্গানার ভারতীয় রাষ্ট্র সমিতির সাংসদ বান্দি পার্থ সারথী রেড্ডি, যার সম্পত্তির পরিমাণ ৫৩০০ কোটি টাকা।

এই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস ও নিউ ইলেকশন ওয়াচের রিপোর্টে। ২৩৩জন সদস্যের মধ্যে ২২৫জনের সম্পত্তির পরিমাণ আপডেট করা হয়েছে। বাকি ৮জনের মধ্যে একটি সিট ফাঁকা, ৩জনের এফিডেভিট পাওয়া যায়নি এবং জম্মু – কাশ্মীরের চারটি আসন আন্ডিফাইন্ড।

বিজেপির ৮৫জন সাংসদের সম্পত্তির পরিমাণ ২৫৭৯ কোটি, যারপর রয়েছে কংগ্রেস – ৩০জন সাংসদের ১৫৪৯ কোটির সম্পত্তি। তৃতীয় স্থানে রয়েছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি – ৯জনের সম্পত্তি ৩৫৬১ কোটি টাকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দুবছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্থের, শতরান গিলেরও
FacebookWhatsAppEmailShare
মোদী’র তথ্যপ্রযুক্তি আইনকে ‘অসাংবিধানিক’ রায় বোম্বে হাইকোর্টের
FacebookWhatsAppEmailShare
‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare