দেশ বিভাগে ফিরে যান

অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের দিন স্থির হবে আজ

জুলাই 31, 2023 | < 1 min read

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’-র আনা অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক কবে হবে তা স্থির করা হবে আজ। ১ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহারাষ্ট্র সফরে যাওয়ার কথা। এজন্য অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা এবং ভোটাভুটি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার। আগামী ১১ অগস্ট পর্যন্ত চলবে এই বাদল অধিবেশন। তার মধ্যে একাধিক বিল পাশ করার টার্গেট নিয়েছে কেন্দ্র।

মণিপুর নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’। একই বিষয়ে আলাদা করে অনাস্থা প্রস্তাব পেশ করে কে চন্দ্রশেখর রাওয়ের দল BRS। বিরোধীরা একজোট হয়ে অনাস্থা আনলেও সাংসদ সংখ্যা মোদীর পক্ষে থাকায় এতে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনও সংশয় নেই।

মোট ৫৪৩ জন সাংসদ সংখ্যা লোকসভায়। এই মুহূর্তে পাঁচটি পদ খালি থাকায় সংখ্যাগরিষ্ঠতা কমে দাঁড়াচ্ছে ২৭০। স্পিকারকে নিয়ে বিজেপির সাংসদ সংখ্যা এই মুহূর্তে ৩০১। যা এমনিতেই সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক বেশি, আর জোট শরিকদের যুক্ত করলে তা পৌঁছে যাচ্ছে ৩৩১-য়ে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare