বাংলা বিভাগে ফিরে যান

বাংলার শ্বশুর-জামাই এবার একসাথে গলা মেলাবে সংসদে

জুলাই 10, 2023 | < 1 min read

এবারের নতুন সংসদ ভবনে বসবে বাদল অধিবেশন।

সেখানে থাকবেন বাংলার নতুন জামাই আর নতুন শ্বশুরমশাই। ভাবছেন ব্যাপারটা কি?

একটু পরিষ্কার করেই বলি। এবারের নতুন সংসদ ভবনের বাদল অধিবেশনটা বাংলার দুই তৃণমূল সাংসদের জন্য একটু স্পেশ্যাল। কারণ তারা রাজনৈতিক পরিবারের পাশাপাশি ব্যক্তিগত পরিবারেও আত্মীয় হলেন। প্রসূন ব্যানার্জী আর আবির রঞ্জন বিশ্বাস।

আজ সাত পাঁকে বাঁধা পড়লেন আবির ও প্রসূন কন্যা প্রেরণা ব্যানার্জী।

প্রথম আলাপ সংসদ চত্বরেই, তারপরেই প্রেম আর তারপরেই শুভ পরিণয়।গত বৃহস্পতিবার আইবুড়ো ভাত হয়েছে আর আজ বিয়ে। ভেন্যু কান্ট্রি ক্লাব।

কয়েকদিন আগেই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত ছিলেন আবিরও। ভোট মিটতেই তড়িঘড়ি বিয়ে সেরে ফেলছেন তাঁরা। তাড়াহুড়োতে সবাইকে ভাল করে জানিয়ে ওঠা হয়নি। পরে একটা রিসেপশনের অনুষ্ঠান হবে।



FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare