বাংলা বিভাগে ফিরে যান

মণিপুরের হিংসা নিয়ে আসরে নামলো তৃণমূল

জুন 16, 2023 | < 1 min read

Inscript - কয়েকশো বছর আগেই লুকিয়েছিল হিংসার বীজ! মণিপুর আদৌ কোনওদিন শান্ত  হবে?

মণিপুরে হিংসা থামার লক্ষণ দেখা যাচ্ছেনা। উলঙ্ঘন হচ্ছে মানবাধিকার। বাংলাতে অতিসক্রিয় হলেও মণিপুরে দেখা মিলছেনা জাতীয় মানবাধিকার কমিশনের। রাজ্যের পুলিশ থেকে কেন্দ্রের বাহিনী, কেউ নেভাতে পারছেনা মণিপুরের জ্বলতে থাকা আগুন।

এবার এই বিষয়ে সংসদের স্বরাষ্ট্র বিভাগের স্ট্যাডিং কমিটির চেয়ারপার্সন বৃজলালকে চিঠি দিয়ে সত্বর এই নিয়ে বৈঠক চাইলেন তৃণমূল সাংসদ ও রাজ্যসভায় জোড়াফুল শিবিরের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

চিঠিতে সাংসদ লিখেছেন, “জাতিগত দ্বন্দ্ব ও হিংসার কবলে মণিপুর। বিভিন্ন গির্জা কমিটি সূত্রে জানা যাচ্ছে যে অনেক গির্জা গুঁড়িয়ে ফেলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া হয়ে গেছে এবং এটিএমের বাইরে দেখা যাচ্ছে লম্বা লাইন।”

চিঠিতে সাংসদ আরও জানান, “মণিপুরের হিংসাত্মক ঘটনাবলী সেখানকার মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অনেক মানুষ মারা গেছেন, হাজারো ঘরছাড়া। এর সঙ্গে শুট-অ্যাট-সাইটের অর্ডার ভয়ের বাতাবরণে ঘৃতাহুতি দিয়েছে। আপনি অবিলম্বে এই বৈঠক ডেকে মণিপুরে শান্তি ফেরানোর পক্ষে পদক্ষেপ নিন।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare