জীবনযাত্রা বিভাগে ফিরে যান

আদা-রসুনের খোসা ছাড়ানোর সহজ উপায়

এপ্রিল 24, 2023 | < 1 min read

Ginger and Garlic Paste | Health benefits of Ginger garlic paste dgtl -  Anandabazar

চামচ:এর গোলাকার দিক দিয়ে আদার খোসা ছাড়ানো সহজ হবে। রসুনের মাথার দিকে চাপ দিলে তার খোসাও অনায়াসে ছাড়িয়ে নিতে পারবেন

বেলন: কোনও পরিষ্কার জায়গায় এই দুই উপাদান রেখে হালকাভাবে বেলন দিয়ে কয়েকবার বেলে নেবেন। এতে খোসা আলগা হয়ে যায়

মাইক্রোওয়েভ: খোসা সমেত রসুন ১০ থেকে ১৫ সেকেন্ড মতো মাইক্রোওয়েভে গরম করে নিলে খোসা নরম হয়ে যাবে আর সহজেই ছাড়ানো যাবে

জল: কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, এতে খোসা নরম হয়ে যাবে আর ছাড়াতে সুবিধে হবে

এছাড়া ছুরি বা পিলার ও ব্যবহার করতে পারেন

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বর্ষার আগে সবজির সেঞ্চুরি
FacebookWhatsAppEmailShare
আইআইটিতে নজিরবিহীন ভাবে চাকরির আকাল
FacebookWhatsAppEmailShare
অনলাইনে এসি ভাড়া নেওয়ার প্ল্যাটফর্ম
FacebookWhatsAppEmailShare