আপনি জানেন কি বিভাগে ফিরে যান

বিপুল জনপ্রিয় টেডি কোথা থেকে এলো?

এপ্রিল 1, 2023 | < 1 min read

বাঙালির ঘরে ঘরে এখন বিপুল জনপ্রিয় টেডি। সেটা শুধু ছোটদের মধ্যে নয়, একই সঙ্গে বড়দের মধ্যেও।


কিন্তু এই টেডি ভাল্লুকের জন্ম কী ভাবে হল, তা কি জানেন কি? ১৯০২ সালের নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট ভাল্লুক শিকারের জন্য মিসিসিপি-র জঙ্গলে গিয়েছিলেন।


সারাদিন পরও যখন তিনি একটিও শিকার পেলেন না, তখন তার শিকারসঙ্গীরা তাঁকে খুশি করতে একটি ছোট্ট ভাল্লুক ছানা ধরে আনেন। সেই ভাল্লুক ছানাটিকে গাছে বেঁধে প্রেসিডেন্ট কে বলা হয় গুলি করতে। কিন্তু মানবিকতার খাতিরে প্রেসিডেন্ট প্রাণীটিকে হত্যা করতে অস্বীকার করেন। তাঁর এই মানবিক আচরণ গোটা সমাজকে নাড়া দেয়।


এরপর আমেরিকার খেলনা কোম্পানি ‘ আইডিয়াল নভেলটি অ্যান্ড টয় কোম্পানি’র মালিক মরিস মিকটম এবং তার স্ত্রী প্রথম টেডি বেয়ার বা খেলনা ভাল্লুক তৈরি করেন। টেডি বেয়ার শুধু ছোটদের খেলনা নয়, এ হল ভালবাসার প্রতীক। বয়স বাড়লেও টেডি-র প্রতি আকর্ষণ এখনো ফিকে হয়ে যায় নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সরস্বতী পূজার পরে গোটা সেদ্ধ কেন খাওয়া হয়?
FacebookWhatsAppEmailShare
সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া যায় না?
FacebookWhatsAppEmailShare
১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারির পতাকা উত্তোলনে কী ফারাক?
FacebookWhatsAppEmailShare