অন্যান্য বিভাগে ফিরে যান

ভোটের কালি কিনতে পাওয়া যায় না কেন?

মার্চ 22, 2023 | < 1 min read

হরেক রকম কালি বাজারে পাওয়া যায় কিন্তু ভোটের কালি পাওয়া যায় না। খোলা বাজারে এই কালি বিক্রিই হয় না। এই কালি বানানোর অথরিটি রয়েছে গোটা দেশে মোটে দু-একটি সংস্থার হাতেই।


তার মধ্যে প্রধান: মাইসোর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড। ১৯৩৭ সালে মহীশূরের রাজপরিবারের আনুকূল্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ সালে, দেশের তৃতীয় সাধারণ নির্বাচনে, প্রথম ব্যবহৃত হয় ভোটের কালি। সেই শুরু ইনডেলিব্ল ইংক প্রস্তুতি। কী থাকে ভোটের কালিতে? কেন তা কিছুতেই মোছে না?


এই কালি আসলে রুপোর এক রাসায়নিক পদার্থ সিলভার নাইট্রেট আর পাতিত জলের মিক্সচার। সঙ্গে কিছুটা অ্যালকোহল, যাতে চট করে শুকিয়ে যায় কালিটি। আমাদের দেশে সচরাচর ১৮ শতাংশের কাছাকাছি থাকে সিলভার নাইট্রেটের ঘনত্ব, তাই প্রায় তিন সপ্তাহ লাগে এই কালির রং দূর হতে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ির ‘দখল নিল’ বিএনপি নেতা
FacebookWhatsAppEmailShare
শ্রমিকদের অধিকার বুঝে নেওয়ার দাবিতে মে দিবস
FacebookWhatsAppEmailShare
২০২৪-এ নববর্ষের প্রথম সূর্য কিরণ পড়বে দেশের কোন রাজ্যে
FacebookWhatsAppEmailShare