বাংলা বিভাগে ফিরে যান

দোল, হোলিতে কম মেট্রো, পরিষেবা বন্ধ জোকায়

মার্চ 6, 2023 | < 1 min read

আগামীকাল দোল এবং বুধবার হোলি আর সেই উপলক্ষে উত্তর-দক্ষিণ মেট্রো কম চলবে।

দোলের দিন অর্থাৎ ৭ মার্চ উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবা শুরু হবে দুপুর আড়াইটেয়। অন্তিম ট্রেন অবশ্য সপ্তাহের অন্যান্য দিনের সূচি মেনেই চলবে।

ঐদিন আপ এবং ডাউন মিলে ৬০টি ট্রেন চলবে। এর মধ্যে ৫৮টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলবে।

ইস্ট ওয়েস্ট মেট্রোয় আধ ঘণ্টা সময়ের ব্যবধানে ২২টি ট্রেন চলবে। দুপুর ৩টে থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে সেখানে।

হোলি উপলক্ষে ৮ মার্চ ১৮৮টি ট্রেন চলবে। এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ১৬৪টি ট্রেন ছুটবে। সকালে নির্ধারিত সময়ে ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনের সূচি মেনেই অন্তিম মেট্রো ছাড়বে।

হোলির দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নির্ধারিত ১০৬টি ট্রেনের পরিবর্তে ৯০টি ট্রেন চলবে। দিনের প্রথম এবং শেষ মেট্রো ছাড়ার সময় সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই অপরিবর্তিত থাকবে।

তবে ওই দু’দিন জোকা-তারাতলা মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare