বাংলা বিভাগে ফিরে যান

এবার থেকে বঙ্গ বিজেপির সব সিদ্ধান্ত নেবে দিল্লি

ডিসেম্বর 4, 2022 | < 1 min read

বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ কোন্দল কারও অজানা নয়। 

কেন্দ্রীয় নেতৃত্ব যতই বিষয়টি আড়াল করার চেষ্টা করছে, ততই বেআব্রু হয়ে পড়ছে অন্দরের ঝামেলা। 

তাই পরিস্থিতি সামাল দিতে, বঙ্গ বিজেপির সাংগঠনিক ক্ষমতা কার্যত কেড়ে নিল কেন্দ্রীয় নেতৃত্ব। 

দিল্লি থেকে ফতোয়া জারি করে জানানো হয়েছে এখন থেকে রাজ্য, জেলা বা মণ্ডল পর্যায়ে কোনও সাংগঠনিক পরিবর্তন করার এক্তিয়ার থাকছে না রাজ্য বিজেপির।

রাজ্য সভাপতি শীঘই জেলা সভাপতি বদল করতে যাচ্ছিলেন, ঠিক তখনই দিল্লির এই নির্দেশ। 

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর দলের কোর-কমিটি ঘোষণা হয়ন রাজ্য ইউনিটকে বাদ দিয়েই।

রাজ্যের বর্তমান ক্ষমতাশালী নিয়ন্ত্রকরা কয়েকদিন আগেও বিভিন্ন স্তরের নেতার পদ কেড়ে নেওয়ার হুমকি দিতেন কিন্তু এখন তারাই কার্যত ‘ঠুঁটো জগন্নাথ’!

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare