জীবনযাত্রা বিভাগে ফিরে যান

কিভাবে বাড়িতেই পেডিকিওর করে নেওয়া যায় দেখে নিন

সেপ্টেম্বর 15, 2022 | < 1 min read

সামনেই পুজো। আর বাঙালির পুজো মানেই style statement, রূপচর্চা আর খাওয়াদাওয়া। রূপচর্চা মানেই পার্লার। কিন্তু আজ আপনাদের পার্লারের খরচ বাঁচানোর একটা ছোট টিপস দেব – কিভাবে বাড়িতেই পেডিকিওর করে নেওয়া যায়।

হাফ কাপ চিনি, ৩ টেবিল চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ঘন স্ক্রাব তৈরি করুন। পেডিকিয়োর করার পাত্রে ঈষদুষ্ণ জল নিয়ে তাতে উষ্ণ দুধ মিশিয়ে মিশ্রণে বেশ কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন।

এরপর পা শুকিয়ে নিয়ে কিউটিকলগুলি ও নখ কেটে পরিষ্কার করে নিন।

লেবু ও চিনির স্ক্রাব দিয়ে পা পরিষ্কার করুন। স্ক্রাব তুলে পায়ে মধু মেখে ১০ মিনিট রেখে দিন।

মধু ত্বকের সঙ্গে মিশে গেলে উষ্ণ গরম জল দিয়ে ভাল করে ধুয়ে পায়ে পছন্দের Nailpolish লাগিয়ে নিলেই আপনার পেডিকিওর কমপ্লিট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বর্ষার আগে সবজির সেঞ্চুরি
FacebookWhatsAppEmailShare
আইআইটিতে নজিরবিহীন ভাবে চাকরির আকাল
FacebookWhatsAppEmailShare
অনলাইনে এসি ভাড়া নেওয়ার প্ল্যাটফর্ম
FacebookWhatsAppEmailShare