জীবনযাত্রা বিভাগে ফিরে যান

বর্ষায় বাইক দুর্ঘটনা এড়াতে মেনে চলুন এই টিপসগুলো

আগস্ট 13, 2022 | < 1 min read

বর্ষার সময় বৃষ্টির মধ্যে বাইক চালানোর সময় সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন। নাহলে যেকোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

এছাড়াও, বাইকের ইঞ্জিনে যাতে জল না ঢুকে যায় সেজন্য এই সময় বাইকটির আরও বেশি যত্ন প্রয়োজন।

তাই এই কয়েকটি টিপস অবশ্যই মেনে চলুন।

বাইকের টায়ারটি ভাল করে পরীক্ষা করুন। যদি টায়ারের অবস্থা খারাপ থাকে, সেক্ষেত্রে অবশ্যই টায়ারটি পাল্টে ফেলে নতুন টায়ার লাগান। ভালো মানের টায়ার বাইকের রোড গ্রিপ বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও, টায়ারের কাটিং-এর মধ্যে কোনও পাথরকুঁচি আটকে রয়েছে কিনা তাও মাঝে মাঝেই খতিয়ে দেখবেন।

বর্ষাকালে ভেজা রাস্তা দিয়ে দ্রুতগতিতে বাইক চালানো একেবারেই উচিৎ নয়।

প্রতিদিন বাড়ি থেকে বাইক বার করার সময় ব্রেক ঠিক করে কাজ করছে কিনা তা ভালো করে দেখে নিন। এছাড়াও, বাইকের ব্রেক অয়েলের লেভেলও ভালো করে দেখে নিন।

বর্ষাকালে বাইকের চেনে অনেক সময়ই বালির কনা জমে। এছাড়াও, বর্ষার জল লেগে অনেক সময়ই বাইকের চেনে জং ধরার প্রবণতা থেকে যায়। তাই কয়েকদিন পরপরই বাইকের চেনটি পরিস্কার করুন ও চেন লুব্রিক্যান্ট ব্যবহার করুন।

বৃষ্টিতে বাইক চালানোর সময় হেডলাইটটি অবশ্যই জ্বালিয়ে রাখুন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বর্ষার আগে সবজির সেঞ্চুরি
FacebookWhatsAppEmailShare
আইআইটিতে নজিরবিহীন ভাবে চাকরির আকাল
FacebookWhatsAppEmailShare
অনলাইনে এসি ভাড়া নেওয়ার প্ল্যাটফর্ম
FacebookWhatsAppEmailShare