অন্যান্য বিভাগে ফিরে যান

রেল টিকিট বাতিলের টাকা এবার সহজেই ফেরত পাবেন

জুন 26, 2022 | < 1 min read

নতুন এই পরিষেবার মাধ্যমে, যদি কোনও যাত্রী IRCTC ওয়েবসাইটে ট্রেনের টিকিট বাতিল করেন, তবে টিকিট বাতিলের টাকা অবিলম্বে তাঁর অ্যাকাউন্টে পৌঁছে যাবে।


কিন্তু এজন্য আপনাকে IRCTC-ipay পেমেন্ট গেটওয়ে ইনস্টল করতে হবে।


IRCTC ipay অ্যাপ খুলে আপনার IRCTC আইডি এবং পাসওয়ার্ড দিন।


এর পর যাত্রার তারিখ ও গন্তব্য ফিল আপ করুন। তাহলে সেই রুটের সব ট্রেনই আপনি দেখতে পাবেন।


টিকিট বুকিংয়ের টাকা দেওয়ার সময় আপনি ‘IRCTC iPay’ বিকল্পটি বেছে নিন। এরপর Pay and Book অপশন সিলেক্ট করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা UPI-এর মাধ্যমে টিকিটের টাকা দিন।


আপনার টিকিট সঙ্গে সঙ্গে বুক হয়ে যাবে। ইমেল ও মেসেজ চলে আসবে।
অনেক সময় এমন হয় যে আপনি টিকিট পেলেও আপনার টিকিট ‘ওয়েটিং’-এ থেকে যায়।


ফাইনাল চার্ট তৈরি হয়ে গেলে আপনার টিকিট যদি অটোমেটিক বাতিল হয়ে যায়, তাহলে আপনার ফেরতের টাকা অবিলম্বে IRCTC ipay-এর মাধ্যমে চলে আসবে অ্যাকাউন্টে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ির ‘দখল নিল’ বিএনপি নেতা
FacebookWhatsAppEmailShare
শ্রমিকদের অধিকার বুঝে নেওয়ার দাবিতে মে দিবস
FacebookWhatsAppEmailShare
২০২৪-এ নববর্ষের প্রথম সূর্য কিরণ পড়বে দেশের কোন রাজ্যে
FacebookWhatsAppEmailShare