রাজনীতি বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ৩৩৫ কোটি বিজেপিতে

ফেব্রুয়ারি 22, 2024 | < 1 min read

গত পাঁচটি অর্থবর্ষে কেন্দ্রীয় এজেন্সির হানার পর ৩০টি সংস্থার কাছ থেকে বিজেপির ঘরে গিয়েছে প্রায় ৩৩৫ কোটি টাকার অনুদান। এবং প্রায় পুরোটাই একটি নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে। অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য নিউজ মিনিট’ ও ‘নিউজলন্ড্রি’-র যৌথ তদন্তে ফাঁস হয়েছে এই তথ্য। ২০২২-২৩ সালে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে দেওয়া মোট অনুদানের ৭০ শতাংশের বেশি এসেছে মোদি-শাহের দলের হাতে। ২৩টি কোম্পানি দিয়েছে মোট ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা। যারা টাকা দিয়েছে তারা কেন্দ্রের কাছ থেকে অযাচিত সুযোগ-সুবিধে পেয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিসংখ্যান ২০১৮-১৯ থেকে ২০২২ ২৩ পর্যন্ত অর্থবর্ষের। অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য নিউজ মিনিট’ ও ‘নিউজলন্ড্রি’ এর তরফে এই কোম্পানিগুলির কাছে উত্তর চেয়ে পাঠালেও এই বিষয়ে কোনও তথ্যই দিতে চাননি তারা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জমি দুর্নীতি মামলায় হাই কোর্টে জামিন পেলেন হেমন্ত সোরেন, মমতার শুভেচ্ছাবার্তা
FacebookWhatsAppEmailShare
ডেপুটি স্পিকার প্রার্থী অযোধ্যার দলিত মুখ অবধেশ প্রসাদ
FacebookWhatsAppEmailShare
ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাহুল-অখিলেশ-অভিষেক জুটি
FacebookWhatsAppEmailShare