দেশ বিভাগে ফিরে যান

দেশে বেকারের সংখ্যা দ্বিগুণ: অমিত মিত্র

ফেব্রুয়ারি 7, 2022 | < 1 min read

দেশে বেকারের সংখ্যা দ্বিগুণ বেড়ে প্রায় ১৪ কোটি: অমিত মিত্র

কেন্দ্রীয় বাজেটকে পুরো ভাঁওতা বলে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা অর্থ দফতরের মুখ্য পরামর্শদাতা অমিত মিত্র।

এরপর টুইটে আরও এক দফা তোপ দেগে দাবি করলেন, দেশে গরিব মানুষের সংখ্যা বাড়লেও, বিভিন্ন ক্ষেত্রে তাদের সুযোগ-সুবিধা নির্মম ভাবে কমানো হয়েছে। মধ্যবিত্ত শ্রেণির জন্যেও রয়েছে শুধু শূন্য। এই বাজেট কিছু আকাশকুসুম পরিকল্পনার ফেরি এবং মরীচিকা ছাড়া কিচ্ছু নয়।

তাঁর বক্তব্য, “দেশে গরিব মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এক বছরে হয়েছে ১৩ কোটি ৪০ লক্ষ। বাজেটে খাদ্যে ভর্তুকি ২৮% কমিয়ে দেওয়া হয়েছে। ১০০ দিনের কাজে ২৫% ভর্তুকি কম করা হয়েছে। সামাজিক, কৃষি, স্বাস্থ্য, সব ক্ষেত্রেই জিডিপির একটি শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে।”

অমিত মিত্র বুঝিয়ে দিয়েছেন, প্রতিটি ক্ষেত্রে এভাবে ভরতুকি অর্থ কমিয়ে দেওয়ার সব থেকে বড় প্রভাব পড়বে গরিব ও মধ্যবিত্তের জীবনযাত্রার উপরে।

শুধু অমিত মিত্র নন, দেশের তাবড় অর্থনীতিবিদরা বলেছেন যে এই বাজেট দরিদ্র বিরোধী। বড়লোক ও গরিবদের মধ্যে বিভাজন আরও বাড়বে এই বাজেটের মাধ্যমে, এই মতও দিয়েছেন অর্থনীতিবিদরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare