দেশ বিভাগে ফিরে যান

আজ থেকে শুরু হল ব্যাঙ্কে দু’হাজারের নোট জমা নেওয়া

মে 23, 2023 | < 1 min read

গত সপ্তাহে ২০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছে আরবিআই (RBI)। আজ ২৩ মে থেকে গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে জমা করতে পারবেন ২০০০ টাকার নোট।

ব্যাঙ্কের পাশাপাশি আরবিআইয়ের ১৯টি আঞ্চলিক দফতরে গিয়েও জমা করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। নোট বদল করার জন্য প্যান (Pan card) বা আধার কার্ডের (Aadhar Card) মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে না।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও আপনি যেকোনও ব্যাঙ্কে গিয়ে ২ হাজার টাকার নোট জমা করতে পারবেন। এমনটাই জানিয়েছে আরবিআই।

এক বারে ২০ হাজার টাকা পর্যন্ত ২ হাজারের নোট বদল করতে পারবেন। যদি ২০ হাজার টাকার বেশি এই নোট অ্যাকাউন্টে জমা করতে চান, তা হলে ‘রিকুইজিশন স্লিপ’ লাগবে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ এর নোট জমা করতে হলে কোনও নির্দিষ্ট সীমা নেই। নোট জমা করার জন্য কোনরপকম ফর্ম ফিল আপ করতে হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে বিনামূল্যে।

জনগণের মতামত

কোনও ব্যাঙ্ক যদি ২ হাজারের নোট জমা বা ভাঙাতে রাজি না হয়, তাহলে সেই ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকেরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare