NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

ব্যক্তিত্ব বিভাগে ফিরে যান

‘এটাই শেষ মরশুম’, বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা ঋদ্ধিমান সাহার

নভেম্বর 4, 2024 < 1 min read

ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার এবছরই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছিলেন। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এবারের ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, অবসরের পর হয়তো বাংলার উইকেটকিপিং কোচের ভূমিকায় নতুন ইনিংস শুরু করবেন ঋদ্ধি।টুইটারে জাতীয় দলে খেলা বাংলার তারকা উইকেটকিপার লিখে দিয়েছেন, “সযত্নে লালিত ক্রিকেট যাত্রা এই মরশুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। শেষবারের মত বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। অবসরের আগে রঞ্জিতেই একমাত্র অংশ নিচ্ছি। এসো এই মরশুম স্মরণীয় করে রাখা যাক।”

বাংলার সুপারস্টার উইকেটরক্ষক টিম ইন্ডিয়ার হয়ে ৪০ টেস্ট খেলার পাশাপাশি ৯টি টি২০-ও খেলেছেন।কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স-এর মত ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৭০ আইপিএল ম্যাচও খেলেছেন।জাতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ, আইপিএলে গুজরাট টাইটান্স তাঁকে রিটেন করেনি। দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। মনে করা হচ্ছে, সে কারণেই এমন সিদ্ধান্ত। রঞ্জি ট্রফির এ মরসুমে বাংলা খুব একটা ভালো জায়গায় নেই। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিন পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে জুটেছে এক পয়েন্ট করে। ফলে নকআউটের রাস্তা খুবই কঠিন। বাংলার জার্সিতে বাকি সময়টুকু খোলামনে খেলতে চান বিশ্বের অন্যতম সেরা কিপার।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকের ছায়া সঙ্গীতজগতে

FacebookWhatsAppEmailShare

বিয়ে ভাঙলো এআর রহমানের, ২৯ বছরের দাম্পত্যে ইতি

FacebookWhatsAppEmailShare

রতন টাটা উইলে লিখে গেলেন পোষ্য টিটোর নাম, সম্পত্তিতে ভাগ রাঁধুনি-পরিচারককেও

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...