খবর বিভাগে ফিরে যান

টীকাকরণ নিয়ে সরব হলেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন

সেপ্টেম্বর 19, 2021 | < 1 min read

করোনা আবহে সংক্রমণ মোকাবিলায় টিকাকরণের প্রশ্ন নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিরোধীরা। তবে এ বার টিকাকরণ এবং ‘দেশদ্রোহী’ ব্যাখ্যা নিয়ে সরব হলেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

করোনার টিকাবণ্টনে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কেন্দ্র।সম্প্রতি আরএসএস সংশ্লিষ্ট সাপ্তাহিক পত্রিকা ‘পাঞ্চজন্য’-এ ইনফোসিসকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়া হয়েছে।

তার আগে টাটা গ্রুপের মতো সংস্থা কেন্দ্রের ই-কমার্স নীতির সমালোচনা করায় পীযূষ গোয়েলের কড়া ধমক খেয়েছে।

অর্থনীতিবিদ রাজনের কাছে বিষয়টি মোটেই ভালো ঠেকেনি, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘কেন্দ্রকে যদি দেশদ্রোহী বলা না হয়, তা হলে ট্যাক্স-ফাইলিং ওয়েবসাইটের কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য ইনফোসিসের মতো আইটি সংস্থাকে কেন দেশদ্রোহী বলা হবে?’

পাশাপাশি, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার নিয়ে সরকারের উচ্ছ্বাসের পাল্টা যুক্তি দিয়ে রঘুরাম রাজন বলেছেন, ‘পুরো অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, নাকি শুধু একটা অংশ, সেটা ভেবে দেখা প্রয়োজন।

বিরোধীদের বরাবরের অভিযোগ, বন্ধু-শিল্পপতিদের সুবিধা পাইয়ে দিয়ে ছোট উদ্যোগপতিকে বঞ্চিত করেন মোদী। রাজনের মন্তব্য বিরোধীদের সেই অভিযোগকেই কিছুটা অক্সিজেন জোগালো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare