দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশে পদ্ম ফিরলেও যোগী কি হবেন মুখ্যমন্ত্রী?

ফেব্রুয়ারি 19, 2022 | < 1 min read

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে এবার মুখ্যমন্ত্রীর ‘ঘোষিত’ মুখ নন। গতবারও ছিলেন না।
ভোটের উত্তরপ্রদেশে এক নম্বর প্রশ্ন পদ্ম ফিরলেও যোগী কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথ না-ও ফিরতে পারেন, এর কারণ হিসেবে মোটামুটি তিনটি কথা শোনা যাচ্ছে।


প্রথমত, ওনার উপর নরেন্দ্র মোদী-অমিত শাহ খুব সন্তুষ্ট নন। দ্বিতীয়ত, ওনার ৫ বছরের শাসনকালে উনি দলিতদের দূরে সরিয়ে দিয়েছেন। তৃতীয়ত, যোগী আদিত্যনাথ যে ঠাকুর এবং ক্ষত্রিয়দের পছন্দ করেন, তা তিনি খোলাখুলিই বলেন। আর এই কারণেই যোগীকে জনসাধারণের একটা বড় অংশ অপছন্দ করে। তাই অনেকের মতে, বিজেপি ক্ষমতায় ফিরলেও আদিত্যনাথের ফেরার নিশ্চয়তা এখনই মিলছে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare