খবর বিভাগে ফিরে যান

টিকার কার্যকারিতা অনেকটাই কমিয়ে দিতে পারে ‘ওমিক্রন’, দাবি হু’র

ডিসেম্বর 13, 2021 | < 1 min read

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ডেল্টার থেকে অনেক বেশি সংক্রামক এবং টিকার কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘ওমিক্রন’ অধিক সংক্রামক হওয়ায় জনগোষ্ঠীতে দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এবং ফাঁকি দেয় টিকা নির্ভর সুরক্ষাকে। তবে কতটা ফাঁকি দিতে পারবে, সেটাই দেখার।

দক্ষিণ আফ্রিকার বহু টিকাপ্রাপ্তই ‘ওমিক্রনে’ আক্রান্ত হয়েছেন। সুতরাং ফাঁকির প্রমাণ স্পষ্ট। এদিন ‘হু’ সেই তথ্যকেই মান্যতা দিল।

আশঙ্কা ছিলই।, এবার তাতে সিলমোহর দিল ‘হু’। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি ওমিক্রনের হাত ধরে তৃতীয় ঢেউ আসতে চলেছে? গণটিকাকরণ কর্মসূচি কি জলে গেল?

ভাইরোলজিস্টদের পর্যবেক্ষণ, অ্যান্টিবডির সুরক্ষা ছাড়াও ওমিক্রনকে ঠেকাতে দেহে টি-লিম্ফোসাইট মেমোরি কোষ মজুত রয়েছে। তাই এখনই এতটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আশার কথা, সংক্রমণ বাড়িয়ে জনগোষ্ঠীতে প্রভাবশালী হতে গিয়ে আক্রমণের ধার ভোঁতা হবে ও ক্রমশ নির্জীব হয়ে পড়বে করোনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৬৩টি দেশে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভীষণ দ্রুত সংক্রমণ ছড়াতে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনে। ভারতেও বাড়ছে ‘ওমিক্রন’ সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare