এবার পুজোয় বিশ্বকাপ
গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে বলেছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সূচি ঘোষণা হওয়ার পর থেকেই ধর্মসঙ্কটে বাঙালি। কারন ক্রিকেট ওয়ার্ল্ডকাপ না দুর্গাপুজো, সেই নিয়ে কিছু বলে যাননি কোনো মনীষী।
এবার বিশ্বকাপ আয়োজন করা হয়েছে মহালয়া থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত সমস্ত উৎসবের সময়। ফলে বাঙালি ঠাকুর দেখতে যাবে নাকি খেলা দেখবে সেটা নিয়ে দ্বিধায়। বড় প্রশ্ন নতুন জামা কেনা হবে নাকি নতুন জার্সি। অক্টোবর-নভেম্বর মাসে গোটা দেশজুড়ে চলে উৎসব। এই উৎসবের মরশুমে মানুষ কতটা ক্রিকেটমুখী হবে সেটা বড় প্রশ্ন। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, আর শেষ হবে ১৯ নভেম্বর। আর ১৪ অক্টোবর মহালয়া।
পুজোর কোন দিনে কি ম্যাচ:
১৪ অক্টোবর মহালয়া- এই দিনে রয়েছে দুটো ম্য়াচ। প্রথম ম্যাচে হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান আর দ্বিতীয় ম্যাচ হবে নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ।
২০ অক্টোবর মহাষষ্ঠী- এই দিন খেলতে নামবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
২১ অক্টোবর মহাসপ্তমী- মুখোমুখি হবে কোয়ালিফাই হওয়া দুই দল। ৯ জুলাইয়ের পরে যাদের নাম জানা যাবে।
২২ অক্টোবর মহাষ্টমী- দুর্গাপুজোয় অন্যতম গুরুত্বপূর্ণ দিনে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড।
২৩ অক্টোবর মহানবমী- খেলবে পাকিস্তান ও আফগানিস্তান।
২৪ অক্টোবর বিজয়া দশমী- খেলবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।
২৮ অক্টোবর লক্ষ্মীপুজো- এইদিন আছে দুটো ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের দল ও বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে খেলবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্য়ান্ড।
১২ নভেম্বর কালীপুজো- প্রথম ম্যাচে কলকাতায় নামবে ইংল্যান্ড ও পাকিস্তান। পরের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের।