অঘটনের শেষ নেই বিশ্বকাপে: হারলো পর্তুগাল, ব্রাজিল
প্রথমে সৌদির কাছে আর্জেন্টিনার হার। স্পেন-জার্মানির বিরুদ্ধে জাপানের জয়। অস্ট্রেলিয়ার জয় ডেনমার্কের বিরুদ্ধে। টিউনিশিয়ার কাছে ফ্রান্সের হার। সেই ধারা বজায় থাকলো বিশ্বকাপে।
এবার পর্তুগালকে হারের সম্মুখীন হতে হলো দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। পাঁচ মিনিটের মাথায় হর্তার গোল পর্তুগালকে এগিয়ে নিয়ে গেলেও ২৭ মিনিটে কিম ইয়াং-গুয়নের গোল ওয়ান-অল করে দেয় স্কোরলাইন। ম্যাচ শেষের এক্সট্রা টাইমের প্রথম এক মিনিটেই হুয়াং-হি চ্যানের দুরন্ত গোল এগিয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে। ম্যাচ আর হাতের মধ্যে রাখতে পারেননি রোনাল্ডোরা।
ঘানার বিরুদ্ধে ২-০ গোলে জিতলেও শীর্ষ ১৬-র রাউন্ডে পদার্পণ করতে পারলোনা লুই সুয়ারেজের উরুগুয়ে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে পয়েন্ট ও গোল ডিফারেন্স এক হলেও কম গোল করার মাশুল গুনতে হলো দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ১৬-র রাউন্ডে চলে যায় সুইজারল্যান্ড। অন্তিম ম্যাচ ছিল ব্রাজিল ও ক্যামারুনের বিরুদ্ধে। ম্যাচে সারাক্ষণ একটিও গোল না হওয়ায় সবাই ধরেই নিয়েছিলেন এই ম্যাচ ড্র হতে চলেছে। আগের দুই ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পা রেখেই দিয়েছিল ব্রাজিল। কিন্তু ৯১ মিনিটের মাথায় আবুবাকারের গোল ১-০ গোলে ক্যামেরুনকে জিতিয়ে আবারো অঘটন ঘটিয়ে দেয় কাতারে।