ভ্রমণ বিভাগে ফিরে যান

শীতে কম বাজেটে ঘুরে আসুন কলকাতার আশেপাশে

নভেম্বর 22, 2022 | < 1 min read

শীতকাল মানেই পিকনিক ঘোরাফেরা। উইকেন্ডে কম বাজেটে ঘুরতে যেতে চান?

নিউজ নাও তাই কম বাজেটের কিছু জায়গার হদিস দিচ্ছে আপনাদের।

এখানে বেড়াতে গেলে সবমিলিয়ে খরচ হতে পারে হাজার পাঁচেক টাকা।

পুরুলিয়ায় বড়ন্তি: শীতের মিঠে রোদ গায়ে মেখে পুরুলিয়ায় বড়ন্তি শীতে বেড়ানোর জন্য অসাধারণ।শিয়ালদহ বা হাওড়া থেকে আসানসোল-গামী যেকোনো ট্রেনে উঠলে পৌঁছে যাবেন আদ্রা, সেখান থেকে বড়ন্তি।

মেদিনীপুরের গনগনি; এখানে আছে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’।ট্রেনে বা ধর্মতলা থেকে বাসে করে গড়বেতা পৌঁছে টোটোয় করে পৌঁছে যান গনগনি। 

মেদিনীপুরের বাঁকিপুট: শান্ত সমুদ্রতীর দেখতে চলে যান পূর্ব মেদিনীপুরের বাঁকিপুটে। বাসে বা ট্রেনে কাঁথি পৌঁছে গাড়ি ভাড়া করে চলে যান বাঁকিপুট।

হিমেল হাওয়া ইতিমধ্যেই শীতের জানান দিচ্ছে, তাহলে আর দেরি না করে আপনার উইকেন্ড ট্রিপের প্ল্যান করেই ফেলুন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare
লাক্ষাদ্বীপ-মালদ্বীপ বিবাদের মূলে কে?
FacebookWhatsAppEmailShare