বর্ষার সাথেই বাড়ছে মশাবাহিত রোগের চিন্তা
গত বছর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত ৬০৫২। বর্ষা শুরু হতেই আতঙ্কিত কলকাতার বাসিন্দারা। গতবছর শুধুমাত্র ডেঙ্গিতেই আক্রান্ত হন কলকাতার ৬০৫২ জন।
২০২২ সালে উত্তর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৪২৫। দক্ষিণ কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৬২৭। উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতায় খালি জমি-সহনির্মীয়মাণ বাড়ি, পুকুর, কুয়োর সংখ্যা তুলনায় বেশি থাকায় এডিস ইজিপ্টাই মশার প্রাদুর্ভাব বেড়েছিল। তাই ডেঙ্গির সংক্রমণ ছিল অনেক বেশি। মশাবাহিত রোগ দূর করতে প্রতিটি ওয়ার্ডের বাড়ি ও তার আশপাশে নিয়মিত জমা জল পরিদর্শনে বেরোচ্ছেন পুর স্বাস্থ্যকর্মীরা।