শুরু হল শীতকালীন অধিবেশন
নভেম্বর 25, 2024 < 1 min read
আজ থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। ওয়াকফ বিল সহ ১৬ টি বিল পেশের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এই অধিবেশনে। অধিবেশন শেষ হচ্ছে আগামী ২০ ডিসেম্বর।
আজ বাদল অধিবেশনের শুরুতে সংসদের বাইরে সাংবাদিক বৈঠকে মোদী বলেন, “লোকতন্ত্রের ভাবনা বুঝতে পারেন না বিরোধীরা। ফলে তাঁরা জনতার কথা শোনেন না। জনতাও তাঁদের বেছে নেয়নি”.অন্যদিকে রণকৌশল ঠিক করতে আজ ইন্ডিয়া ব্লকের সদস্যরাও বৈঠক করেন।
মহারাষ্ট্র জয়ের পর এখন চাঙ্গা বিজেপি তথা এনডিএ শিবির। তারা চায় এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা করতে এবং এই অধিবেশনেই সেগুলো পাশ করাতে। অন্যদিকে আদানী ও মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধতে মরিয়া বিরোধী শিবির। ওয়াকফ জেপিসি, আদানি নিয়েও সরব হবেন বিরোধীরা।
লোকসভার বুলেটিন অনুযায়ী, সরকারের তরফে এই অধিবেশনে যে যে বিল গুলি পাশ করানোর চেষ্টা করা হবে সেগুলি হল— বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল, গোয়া বিধানসভায় তপশিলি জাতি ও উপজাতি সম্পর্কিত বিল, ওয়াকফ বিল ২০২৪, সমুদ্রপথে পণ্য পরিবহন সংক্রান্ত বিল, রেলওয়ে সংশোধনী বিল, ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল। এছাড়া, নতুন বিলের তালিকায় রয়েছে, রাষ্ট্রীয় সহকারি বিশ্ববিদ্যালয় বিল, পাঞ্জাব কোর্ট বিল, মার্চেন্ট শিপিং বিল, কোষ্টাল শিপিং বিল এবং ইন্ডিয়ান পোর্টস বিল। এর পাশাপাশি ২০২৪-২৫ সালের বাজেট অতিরিক্ত বরাদ্দ নিয়েও আলোচনা হবে।
ইতিমধ্যেই বিরোধীদের হৈ হট্টগোলে মুলতুবি হয়ে গেছে রাজ্যসভা।
4 days ago
4 days ago
4 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -4 days ago
4 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -
শীতের পথে বাধা ঘূর্ণিঝড় ‘ফেনজল’? ফের দুর্যোগের আশঙ্কা
বিস্তারিত >
#Fengal #Storm #Cyclone #WestBengal #NewszNow
ঝাড়খণ্ডে হেমন্তের কাছে ফেল বিজেপি
বিস্তারিত >
#BJP #Congress #byelection2024 #ElectionResults #WestBengal #ByElection #Jharkhand #JMM #NewszNow