দেশ বিভাগে ফিরে যান

দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?

অক্টোবর 19, 2024 | < 1 min read

আরজি কর হাসপাতালে তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুনের ঘটনায় চলছে তোলপাড় আন্দোলন। ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ উঠল দিল্লি এইমসের মুখ্য নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে। গত ৩ অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন এক মহিলা নিরাপত্তারক্ষী।যে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তিনি তপসিলি সম্প্রদায়ভূক্ত। সেই আইন অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনিয়ে দুটি মামলা রুজু হয়েছে বলেও জানা যাচ্ছে। একটি শ্লীলতাহানির মমলা ও একটি তপসিলি জাতির মানুষের উপরে নির্যাতনের মামলা।

দিল্লি এইমস-এর পক্ষ থেকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দিল্লি এইমস-এ এসসি/এসটি/ওবিসি বিষয়ক অভিযোগগুলির প্রতিকারের জন্য একটি কমিটি রয়েছে। সেই কমিটির মাথায় আছেন একাডেমিক বিভাগের ডিন, ডা. কেকে ভার্মা। তিনি এই তদন্তের নেতৃত্ব দেবেন। এছাড়া, পৃথকভাবে তদন্ত করবেন বায়োফিজিক্স বিভাগের প্রধান তথা যৌন হয়রানির বিরুদ্ধে অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সভাপতি, ডা. পুনিত কওর। দুই কমিটিকেই সাতদিনের মধ্যে প্রমাণ-সহ প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা জানা যায়নি। সূত্রের খবর, অভিযোগকারী মহিলা নিরাপত্তারক্ষী অভিযোগ করেছেন, ডিউটি ​​রোস্টার অর্থাৎ, কাজের সময়সূচি সম্পর্কে জানতে, প্রধান নিরাপত্তা আধিকারিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁর যৌন হেনস্থা করা হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে স্কুল থেকে ‘উধাও’ ২৮ লক্ষ পড়ুয়া!
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আবেদন, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare