দেশ বিভাগে ফিরে যান

সমলিঙ্গে বিয়ে নিয়ে রায় সুপ্রিম কোর্টের

অক্টোবর 17, 2023 | < 1 min read

ভালোবাসা তো সমুদ্রের মতন, তা নির্দিষ্ট কোন বাধা মানে না। আদৌ কি ভারতে স্বীকৃতি পাবে সমপ্রেমী বিবাহ? আজ সব জল্পনার অবসান ঘটালো সুপ্রিম কোর্ট। সমকামী সম্পর্ককে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারা বিয়ে করতে পারবেন না।

আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে। জীবনসঙ্গী নির্বাচন করা প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

প্রধান বিচারপতি আরও জানান, এটি কোন শহুরে বিষয় নয়, এই সম্প্রদায়ের কাউকে তাদের যৌন পরিচয় জানার জন্য থানায় তলব করা যাবে না। কিংবা তারা বাড়ি ছেড়ে বেরিয়ে এলে তাদের জোর করে ফেরানো যাবে না।

কেন্দ্রীয় সরকার, সমস্ত রাজ্যের সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন কোনওভাবেই এদেরকে প্রাপ্য অধিকার থেকে যেন বঞ্চিত না করেন। এই যুগলদের বেআইনি হিসেবে দেখা যাবে না।

অবিবাহিত যুগল এবং ক্যুইয়ার যুগল চাইলেই একটি শিশু দত্তক নিতে পারবেন।

তবে এই বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার জন্যও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, সমলিঙ্গ সম্পর্কের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কেন্দ্র যে কমিটি গড়েছে, এবিষয়ে সেই কমিটির অগ্রসর হওয়া উচিত।

যে বেঞ্চের তরফে এই রায় দেওয়া হচ্ছে সেখানে আছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসীমা। 

উল্লেখ্য, চলতি বছরের মে মাস থেকে শুরু হয়েছিল আইনি লড়াই। একটানা শুনানির পর দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় স্থগিত রেখেছিলেন। পাঁচ মাস পর্যন্ত স্থগিত রাখার পর অবশেষে রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরও একবার ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি,এবার বিজেপি শাসিত ত্রিপুরায়
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ম, শর্ত না মানলে ছাড়তে হবে রেশন কার্ড
FacebookWhatsAppEmailShare
এবার বিরাট-বাবর, বুমরাহ-শাহীন শাহ আফ্রিদি এক টিমে খেলবেন
FacebookWhatsAppEmailShare