বাংলা বিভাগে ফিরে যান

এবার কি তৃণমূলে লকেট চট্টোপাধ্যায়

মার্চ 10, 2022 | < 1 min read

মঙ্গলবার জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই লকেটকে নিয়ে জল্পনা তুঙ্গে। লকেট অবশ্য এই সব কথা নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু, দলের অন্দরে বিভিন্ন বিষয়ে লকেটের যে ক্ষোভ রয়েছে, তা সকলেই জানেন।

প্রথমত, ২০১৯ সালে হুগলিতে লড়াই করে জয়ের পরেও তাকে কেন্দ্রে মন্ত্রিত্ব না-দেওয়ায় লকেট ক্ষুব্ধ ছিলেন এবং দলের অন্দরে সেই অনুযোগ তিনি প্রকাশও করেছিলেন। দলের অন্য একাংশের দাবি, লকেট রাজ্যে সভাপতি হতে চান, কারণ, দলের বর্তমান পদাধিকারীদের উপর তাঁর ‘আস্থা’ নেই। ঘটনাচক্রে, দলের অন্দরে অপর মহিলা নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে লকেটের সম্পর্কও তেমন ভালো নয়। তাই, দিল্লি বিজেপি-র স্পষ্ট প্রশ্ন— লকেট কি এবার তৃণমূলে চলে যাবেন?

লকেটকে নিয়ে এই জল্পনা পুরভোট এবং পাঁচ রাজ্যের ভোটের আগে থেকেই শুরু হয়েছিল। লকেট তখনও সেই জল্পনা নাকচ করেছিলেন। বস্তুত, দলের অন্দরে ইদানীং তিনি যা বলছেন, তাতে তাকে নিয়ে জল্পনা তৈরির বিলক্ষণ কারণ রয়েছে।
আর তাই কেন্দ্রীয় নেতৃত্বও তার বিষয়ে আরও কৌতূহলি হয়েছেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare