শ্রমিকদের অধিকার বুঝে নেওয়ার দাবিতে মে দিবস
মে 1, 2024 < 1 min read
প্রতি বছর ১ মে পালন করা হয় আন্তর্জাতিক শ্রম দিবস। আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস হিসাবে চিহ্নিত এই দিনটি। ১৮৮৬ সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।
যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে ১৯২৩ সাল থেকে। ১৮৮৬ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকরা বলেছিলেন, তাঁরা আর ১৫-১৬ ঘণ্টা কাজ করতে রাজি নন। ২৪ ঘণ্টার দিনে ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম আর বাকি ৮ ঘণ্টা নিজের ইচ্ছে মতো অবসর যাপনের দাবিতে পথে নেমেছিলেন তাঁরা।
পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল শ্রমিকদের। কয়েকজনের প্রাণদণ্ড দিয়েছিল রাষ্ট্র। ভারতবর্ষে চেন্নাই শহরের মেরিনা বিচে ১৯২৩ সালে প্রথম ‘মে দিবস’ পালিত হয়।লেবার পার্টি অব হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয়।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...