বাংলা বিভাগে ফিরে যান

বিপত্তারিণী পুজোয় হাতে লাল সুতো বাঁধা হয় কেন?

জুলাই 8, 2024 | < 1 min read

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টোরথের মধ্যে প্রথম মঙ্গলবার ও শনিবারে বাঙালির ঘরে ঘরে পালিত হয় বিপত্তারিণী ব্রত ও পুজোপাঠ। পুজো হবে ৯ জুলাই, মঙ্গলবার ও ১৩ জুলাই, শনিবার। শাস্ত্র মতে, দুর্গার ১০৮টি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী সঙ্কটনাশিনী। তাঁরই একটি রূপ হলেন মা বিপত্তারিণী। বিপত্তারিণী পুজোয় লাল সুতো ব্যবহার করা হয়। তা ভক্তরা হাতে বাঁধেন।

সুতোটিতে ১৩টি গিঁট দেওয়া হয়। তার সঙ্গে ১৩টি দূর্বাও থাকে। ভক্তদের বিশ্বাস, সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তকে দূরে রাখে।বিপত্তারিণী পুজো ছাড়াও পূরাণে লাল সুতো ব্যবহার করার কিছু উদাহরণ পাওয়া যায়।ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ, মর্ত ও পাতালের অধিকারী হয়েছিলেন।

দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্ম গ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে, আর্শীবাদ স্বরূপ তিনি তাঁর হাতে বেঁধে দেন লাল সুতো। সেই থেকেই হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare