মোদিকে এত ভয় কেন?: ইন্ডিয়ার প্রশ্নে মুখে কুলুপ কমিশনের
মোদি ভেঙেই চলেছেন আদর্শ আচরণ বিধী। পদদলিত করে চলেছেন সংবিধানকে। ধর্মীয় বিভাজনকারী মন্তব্য করেই চলেছেন একের পর এক সভায়। কিন্তু কমিশন নিশ্চুপ। এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ইন্ডিয়া জোট প্রশ্ন করলে কমিশন মুখে কুলুপ এঁটে বসে থাকে।
কংগ্রেসের অভিষেক মনু সিংভি, সলমন খুরশিদ, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ডিএমকের টি আর বালু, সিপিএমের নীলোৎপল বসু, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাজি সহ ১১ দলের প্রতিনিধি কমিশনে গিয়েছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন।
তাঁরা জানান, ১৭টি অভিযোগ জমা পড়েছে। তিন দফায় ভোটও হয়ে গেল। তারপরেও কীসের ভয়ে মোদি-অমিত শাহর বিরুদ্ধে হাত গুটিয়ে বসে আছে কমিশন? যদিও কমিশন কোনও জবাব দেয়নি। চুপ করে অভিযোগ শুনেছে।
রাজনৈতিক মহল জানাচ্ছে, এতেই পরিষ্কার কাদের হয়ে, কোন চিহ্নের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে কাজ করছে কমিশন।