কেন বারবার মে মাসেই ঘূর্ণিঝড়?
কেন বার বার এই মে মাসেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। বেশিরভাগ ক্ষেত্রে বাংলায় মে মাসেই এসেছে ঘূর্ণিঝড়। ২০০৯ সালের ২৫শে মে আয়লা এসেছিল বাংলায়। ২০১৯ সালে এসেছিল ফণি। আমফান এসেছিল এই মে মাসেই। আবার এই ২৬শে মে এসেছিল ইয়াস। এবার এসেছে রেমাল।
মে মাসের এই ঘূর্ণিঝড়ের পিছনে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ বলে মনে করছেন আবহবিদরা।এছাড়াও ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন, তা এই সময়ে তৈরি হয়, জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া ঝড় সৃষ্টির পিছনে অন্যতম অনুঘটকের কাজ করে। আবহাওয়াবিদদের মতে, বর্ষা আসার আগে ও বর্ষা আসার পরে ভারত মহাসাগরের উত্তর অংশ অতিরিক্ত স্পর্শকাতর হয়ে ওঠে।
সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা থাকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই জোড়া অনুকূল পরিস্থিতির জেরে নিম্নচাপ দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হয়।