NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল

নভেম্বর 21, 2024 < 1 min read

মিটল দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ বুধবার মহারাষ্ট্রের ২৮৮টি এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় বা শেষ দফায় ৩৮টি আসনে ভোট হল ৷ বিজেপির নেতৃত্বে মহাযুতি জোট শাসিত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ ৷ ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬৭.৫৯ শতাংশ ৷ আগামী ২৩ নভেম্বর ফল ঘোষণা ৷ বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষা বলছে, দু’টি রাজ্যেই সহযোগী দলগুলিকে নিয়ে সরকার গড়ার জায়গায় আছে বিজেপি । কোনও কোনও সমীক্ষায় আবার উঠে এসেছে দু’টি জায়গাতেই কট্টর লড়াই হবে।

কোনও সমীক্ষাই মহারাষ্ট্রে বিরোধীদের এগিয়ে না রাখলেও ঝাড়খণ্ডে বিরোধীরা জিতবে বলে উঠে এসেছে এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায়।টাইমস নাউ-জেভিসি বলছে, ৮১ আসনের বিধানসভায় ৪০ থেকে ৪৪টি আসন পাবে বিজেপি জোট। বিরোধীরা পাবে ৩০ থেকে ৪০টি আসন । অন্যদের দখলে যেতে পারে ১টি আসন। এক্সিস মাই ইন্ডিয়া অবশ্য বলছে ঝাড়খণ্ড জিতবে বিরোধীরা। তাদের হিসেব অনুযায়ী ২৫টি আসন পাবে এনডিএ। জেএমম-কংগ্রেস-সহ বিরোধীরা পাবে ৫৩টি আসন। অন্যদের পক্ষে যাবে ৩টি আসন ।

অ্যাক্সিসের সমীক্ষা জানিয়েছে, ঝাড়খণ্ডের ভোটে বিজেপি পেতে পারে ৩১ শতাংশ ভোট। তাদের সহযোগী আজসু পেতে পারে ৪ শতাংশ ভোট। এনডিএ মোট ৩৭ শতাংশ ভোট পেতে পারে। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএমএলোর জোট পেতে পারে ৪৫ শতাংশ ভোট। অর্থাৎ দুই শিবিরের মধ্যে ৮ শতাংশ ভোটের ফারাক থাকতে পারে। তাতেই আসন সংখ্যার ফারাকটা বিশাল হয়ে যেতে পারে। প্রসঙ্গত, আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত এই রাজ্যের ৫২৮ জন প্রার্থীদের মধ্যে জনপ্রতিনিধিদের বেছে নিয়েছেন ১.২৩ কোটি ভোটার ৷ ৮১টি আসনের এই রাজ্যে সরকার গড়ার ম্যাজিক ফিগার ৪১ ৷

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

সম্বল ইস্যুতে তৃণমূল সহ বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন

FacebookWhatsAppEmailShare

অভিনয় জগৎকে বিদায় জানাচ্ছেন বিক্রান্ত মাসে

FacebookWhatsAppEmailShare

বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনা পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রী মমতার

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...