ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল
নভেম্বর 21, 2024 < 1 min read
মিটল দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ বুধবার মহারাষ্ট্রের ২৮৮টি এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় বা শেষ দফায় ৩৮টি আসনে ভোট হল ৷ বিজেপির নেতৃত্বে মহাযুতি জোট শাসিত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ ৷ ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬৭.৫৯ শতাংশ ৷ আগামী ২৩ নভেম্বর ফল ঘোষণা ৷ বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষা বলছে, দু’টি রাজ্যেই সহযোগী দলগুলিকে নিয়ে সরকার গড়ার জায়গায় আছে বিজেপি । কোনও কোনও সমীক্ষায় আবার উঠে এসেছে দু’টি জায়গাতেই কট্টর লড়াই হবে।
কোনও সমীক্ষাই মহারাষ্ট্রে বিরোধীদের এগিয়ে না রাখলেও ঝাড়খণ্ডে বিরোধীরা জিতবে বলে উঠে এসেছে এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায়।টাইমস নাউ-জেভিসি বলছে, ৮১ আসনের বিধানসভায় ৪০ থেকে ৪৪টি আসন পাবে বিজেপি জোট। বিরোধীরা পাবে ৩০ থেকে ৪০টি আসন । অন্যদের দখলে যেতে পারে ১টি আসন। এক্সিস মাই ইন্ডিয়া অবশ্য বলছে ঝাড়খণ্ড জিতবে বিরোধীরা। তাদের হিসেব অনুযায়ী ২৫টি আসন পাবে এনডিএ। জেএমম-কংগ্রেস-সহ বিরোধীরা পাবে ৫৩টি আসন। অন্যদের পক্ষে যাবে ৩টি আসন ।
অ্যাক্সিসের সমীক্ষা জানিয়েছে, ঝাড়খণ্ডের ভোটে বিজেপি পেতে পারে ৩১ শতাংশ ভোট। তাদের সহযোগী আজসু পেতে পারে ৪ শতাংশ ভোট। এনডিএ মোট ৩৭ শতাংশ ভোট পেতে পারে। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএমএলোর জোট পেতে পারে ৪৫ শতাংশ ভোট। অর্থাৎ দুই শিবিরের মধ্যে ৮ শতাংশ ভোটের ফারাক থাকতে পারে। তাতেই আসন সংখ্যার ফারাকটা বিশাল হয়ে যেতে পারে। প্রসঙ্গত, আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত এই রাজ্যের ৫২৮ জন প্রার্থীদের মধ্যে জনপ্রতিনিধিদের বেছে নিয়েছেন ১.২৩ কোটি ভোটার ৷ ৮১টি আসনের এই রাজ্যে সরকার গড়ার ম্যাজিক ফিগার ৪১ ৷
5 days ago
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের - NewszNow
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের NewszNo...5 days ago
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা - NewszNow
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা NewszNow বাংলা -5 days ago
5 days ago
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা - NewszNow
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা NewszNow খবর -5 days ago
‘বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক’,মোদীকে প্রস্তাব মমতার
বিস্তারিত >
#MamataBanerjee #Assembly #AbhishekBanerjee #TMC #NewszNow