খেলাধুলা বিভাগে ফিরে যান

কে হতে পারেন ভারতীয় ক্রিকেটের নতুন কোচ?

জুলাই 6, 2023 | < 1 min read

আইসিসি টুর্নামেন্টে চলতেই থাকছে ভরাডুবি। এর মাঝে রাহুল দ্রাবিড়কে সরিয়ে নতুন কোচ আনার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচজন সবচেয়ে সম্ভাব্য প্রার্থী কারা?


আশীষ নেহরা – কোচ হিসেবে পরীক্ষিত, একবার আইপিএল জিতিয়েছেন, ও পরেরবার দ্বিতীয় হয়েছে গুজরাত। সঙ্গী তার বন্ধুর মত মেজাজ। 


স্টিফেন ফ্লেমিং – প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্বে রয়েছেন। জিতেছেন পাঁচবার। আগ্রাসন এবং শান্ত, দুই রূপেই দেখা যায় ফ্লেমিংকে।


জাস্টিন ল্যাঙ্গার – কাজ করিয়ে নেন, অতি শৃঙ্খলাও দেখান না। তাঁর অধীনে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১-২২ সালের অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া।


রিকি পন্টিং – ক্রিকেটার এবং কোচ হিসাবে সবচেয়ে বেশি আইসিসি ট্রফি জিতেছেন তিনি। কিংবদন্তি ব্যাটসম্যানকে কোচ করলে আদপে লাভই হবে ভারতের।


গৌতম গম্ভীর – লখনউ সুপার জায়ান্টসের কোচ হিসাবে দু’বারই দলকে প্লে-অফে তুলেছেন। তাঁর জেতার মানসিকতাই ভারতীয় দলের এখন প্রয়োজন, মনে করছেন অনেকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare