মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূলের লোকসভার প্রার্থী কে?
মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূল নেতৃত্ব এক বিধায়ক ও মন্ত্রীকে প্রার্থী করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। সূত্রের খবর অনুযায়ী, মেদিনীপুর বিধানসভার বিধায়ক এবার লড়তে পারেন লোকসভা ভোটে। মেদিনীপুর লোকসভায় দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রার্থী করার কথা ভাবছে তৃণমূল।
আবার বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে ঝাড়গ্রাম আসনে প্রার্থী করার ব্যাপারে আলোচনা করা হচ্ছে। সম্প্রতি মন্ত্রিসভার দায়িত্ব রদবদলের সময়ে জ্যোতিপ্রিয় মল্লিককে বন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে বীরবাহা হাঁসদাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শোনা যাচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল।