দেশ বিভাগে ফিরে যান

কে হবেন নরেন্দ্র মোদির উত্তরসূরি? কী বললো সমীক্ষা?

আগস্ট 24, 2024 | < 1 min read

এক দশকেরও বেশি সময় ধরে দেশকে নেতৃত্ব দিয়ে এবং এখন প্রধানমন্ত্রী হিসাবে তার তৃতীয় মেয়াদ। নরেন্দ্র মোদির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষায় তার আভাস মিলেছে। ইন্ডিয়া টু-ডে মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে, বিজেপির অন্দরে মোদির উত্তরসূরি হিসাবে সবার চেয়ে এগিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সমীক্ষা অনুসারে, ২৫ শতাংশেরও বেশি উত্তরদাতারা সমর্থন করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে অমিত শাহকে। ১৯ শতাংশ বিজেপি সমর্থক মনে করছেন, মোদির উত্তরসূরি হতে পারেন যোগী আদিত্যনাথ। ১৩ শতাংশ মানুষ মনে করছেন, নরেন্দ্র মোদির উত্তরসূরি হতে পারেন সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি।

চমকপ্রদভাবে এই তালিকায় নেই জে পি নাড্ডা ও হিমন্ত বিশ্বশর্মার মতো নেতার নাম। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর কোনও উত্তরসূরি নেই, দেশের জনগণই তাঁর একমাত্র উত্তরসূরি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নাশকতার ছক! কানপুরে ফের রেললাইনে সিলিন্ডার
FacebookWhatsAppEmailShare
আজ সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি, ডাক্তারদের মিছিলে অনুমতি কোর্টের
FacebookWhatsAppEmailShare
মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare