ইন্ডিয়া জোটে ‘প্রধানমন্ত্রীর মুখ’ কে?
ইন্ডিয়া জোট যদি শেষ পর্যন্ত ক্ষমতায় আসে, তাহলে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন? প্রাদেশিক রাজনীতির সমীকরণে জর্জরিত ইন্ডিয়া জোট নিয়ে এই প্রশ্ন বার বার উঠে এসেছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে একাধিকবার। খাড়্গে থেকে শুরু করে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক নেতৃত্ব, সকলেরই একই বক্তব্য।
যদি এবারের নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসে ইন্ডিয়া জোট, তাহলে কে হবেন প্রধানমন্ত্রী। এবার সেই প্রশ্নের ‘জবাব’ দিলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন ”এটা ‘কৌন বনেগা ক্রোড়পতি’ জিজ্ঞেস করার মতো। আমরা যদি সরকার গড়ি, তাহলে সব নেতারা মিলে সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রধানমন্ত্রী হবেন।”খাড়গে দাবি করলেন, তাঁরা এই নিয়ে ভাবিত নন। বরং জিতে সরকার গড়ার পরিস্থিতি হলে তখন তা নিয়ে ভাববেন।