কলকাতা বিভাগে ফিরে যান

কেকেআরের নতুন মেন্টর কে?

সেপ্টেম্বর 7, 2024 | < 1 min read

মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই কেকেআরে ট্রফির খরা কাটিয়েছিলেন গৌতম গম্ভীর। ১০ বছর পরে নাইটদের আইপিএল জয়ের অন্যতম কারিগর ছিলেন জিজি। কিন্তু কেকেআরে গম্ভীরের প্রত্যাবর্তন বেশিদিন স্থায়ী হয়নি। ভারতীয় দলের কোচ হয়েছেন গম্ভীর। তার পর থেকেই কেকেআরে নেই কোনও মেন্টর।

সূত্রের খবর, দুজনের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে ম্যানেজমেন্টের। প্রথমে রাহুল দ্রাবিড়ের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেনি কেকেআর। শোনা গিয়েছে জ্যাক ক্যালিসের নামও। অনেকেই বলছে জ্যাক কালিসকে মেন্টর হিসাবে চাইছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। উল্লেখ্য, কেকেআরের হয়ে দুবার আইপিএল জিতেছেন প্রোটিয়া অলরাউন্ডার। ২০১২ থেকে ২০১৪, গম্ভীরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন কালিস। ২০১৫ সালে তিনি ছিলেন নাইটদের ব্যাটিং পরামর্শদাতা। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত নাইটদের হেড কোচের দায়িত্বেও ছিলেন কালিস।

সুত্রমতে অন্যদিকে জানা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের তরফে ইতিমধ্যেই কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলা হয়েছে।যদিও শুধু কলকাতা নয় সাঙ্গাকারার কাছে আইপিএলের আরও বেশ কিছু টিমের অফারও রয়েছে। এখন দেখার গম্ভীরের উত্তরসূরি হিসেবে কে এই হটসিটে বসে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কর্মবিরতি আংশিক প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
বিচার চাইতে গিয়ে নিজেদের দায়-দায়িত্ব-শপথ সব ভুলে গেছেন জুনিয়র চিকিৎসকরা?
FacebookWhatsAppEmailShare