বাংলা বিভাগে ফিরে যান

কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কারা?

মার্চ 18, 2024 | < 1 min read

Image – mathrubhumi

জাতীয় কংগ্রেস দু’দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলেও সেখানে বাংলার কোনও প্রার্থীর নাম নেই। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় কংগ্রেসের বাংলাকে নিয়ে কোনো আগ্রহ নেই। বামের ইতিমধ্যেই ষোলো আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কংগ্রেস, আইএসএফ এবং তিন বাম শরিকেরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে।শোনা যাচ্ছে খুব শীঘ্রই কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে।

এই আসনগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বহরমপুর, পুরুলিয়া ও কলকাতা উত্তরের মতো আসন। এক্ষেত্রে দার্জিলিং থেকে লড়াই করতে পারেন বিনয় তামাং। রায়গঞ্জ থেকে লড়তে পারেন আলি ইমরান রামজ, মালদহ উত্তর থেকে মোস্তাক আলম ও মালদহ দক্ষিণ থেকে ইশা খান চৌধুরী, বহরমপুর থেকে অধীর চৌধুরী, পুরুলিয়া থেকে নেপাল মাহাত, কলকাতা উত্তর থেকে প্রদীপ ভট্টাচার্য। আর পুরুলিয়ায় থেকে নেপাল মাহাতকে প্রার্থী করা হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare