কলকাতা বিভাগে ফিরে যান

কবে চলবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো

জুন 30, 2024 | < 1 min read

This image has an empty alt attribute; its file name is -----1024x576.jpg

অবশেষে শেষ হল বউবাজারের মেট্রোর কাজ। সম্পন্ন হল পাঁচ ক্রস প্যাসেজ তৈরির কাজ। ৪,৫বি,৫এ,৬,৭ নম্বর ক্রস প্যাসেজ হয়েছে।প্রত্যেকটি ক্রস প্যাসেজের মধ্যে দূরত্ব ২৭৫ মিটার। মাটির নিচে মেট্রোর দুটি টানেলকে আড়াআড়িভাবে সংযোগ করে যে টানেল তৈরি হয় তাকে ক্রস প্যাসেজ বলে। মূলত একটি টানেলে কোনও বিপদ হলে যাতে এই প্যাসেজ দিয়ে যাত্রীরা অন্য টানেলে চলে যেতে পারেন তার জন্যই এগুলো বানানো হয়।

এছাড়া বউবাজারে এখন যেখানে রিট্রিভ্যাল শ্যাফট আছে সেখানে হচ্ছে এমারজেন্সি এভাকুয়েশন শ্যাফট। এখন থেকে যাত্রীদের মাটির ওপরে নিয়ে আসা হবে।

২০২২ সালে বউবাজার এলাকাতে এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়েই শুরু হয় বিপত্তি হয়। বহু বাড়িতে ফাটল দেখা যায়। তাই হিন্দ সিনেমার সামনে এই ইন্টারভেন্টিলেশন শ্যাফট তৈরি ঘিরে রীতিমতো আশঙ্কা ছিল।

বিশেষ অনুমতি নিয়েই এই কাজ করা হল।আপাতত খুব সাবধানে KMRCL এমারজেন্সি এভাকুয়েশন শ্যাফট শেষ করার কাজ চলছে। যেহেতু এই জায়গাটা বউবাজারের কয়েকশো মিটারের মধ্যে তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার বাড়ির বাসিন্দা, দোকান এবং অফিসকে ধাপে ধাপে বন্ধ করতে বলে মেট্রো। মাটির নিচে কাজ করার জন্য দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদেরও সরানো হয়। কাজ শেষ হওয়ার সাথে সাথেই বাসিন্দারা ফিরছেন বাড়িতে। অফিস এবং দোকানও খুলছে আস্তে আস্তে। দোকান, ও বাড়িগুলির কোনও ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন মালিকরা।

আশা করা যাচ্ছে, দুর্গা পুজোয় নয়, ২০২৫ এ মেট্রো ছুটবে শিয়ালদহ-এসপ্ল্যানেডের মধ্যে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হকারদের জন্য সিদ্ধান্ত নেওয়া ১০ দফা
FacebookWhatsAppEmailShare
ন্যায় সংহিতা আইনের প্রতিবাদে পথে নামবে ওয়েস্টবেঙ্গল বার কাউন্সিল
FacebookWhatsAppEmailShare
হকারদের জন্য নির্দিষ্ট জোন তৈরির প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare