রাজনীতি বিভাগে ফিরে যান

বাংলার রণাঙ্গণে কেমন ফল করবে তৃণমূল-বিজেপি?

জানুয়ারি 3, 2024 | < 1 min read

লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে হয়েছে সব রাজনৈতিক দলগুলি।

তিন রাজ্য়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বেশ কিছুটা চার্জড আপ হয়ে গেছে গেরুয়া শিবির। অন্যদিকে পাখির চোখ করে এগোচ্ছে ইন্ডিয়া জোটের বাকি শরিকরাও, যদিও আসন সমঝোতা এখনও হয়নি। তবে সকলেরই নজর লোকসভা নির্বাচনের ফলাফল কী হয় সেদিকে।

এই জোটের আবহে বাংলার ফলাফল নিয়েও যথেষ্ট কৌতূহলী রাজনৈতিক বিশ্লেষকরা। কি বলছে জনগণ তা জানতে বাংলার ৩৪৫ টি ব্লকের প্রায় ৫১৭৫ লোকের ওপর একটি সমীক্ষা করেছে নিউজ নাও। দেখে নেওয়া যাক কী উঠে আসছে নিউজ নাও এর জনমত সমীক্ষায়?

বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩১টি আসন। বিজেপি পেতে পারে ১০টি আসন।

যদি বাম-কংগ্রেস জোটে থাকে, তাহলে কংগ্রেস পাবে ২টি আসন আর বামফ্রন্ট পাবে ০ আসন। তবে যদি বাংলায় তৃণমূল আর কংগ্রেস জোট করে লড়াই করে, তাহলে নিঃসন্দেহে এই অঙ্ক বদলে যাবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আজ বুদ্ধিজীবীদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর
FacebookWhatsAppEmailShare
বিরোধীদের ছাড়াই ভাষণ দিলেন মোদী
FacebookWhatsAppEmailShare
এফআইআরে নামই নেই হাথরাসের ঘটনায় অভিযুক্ত ভোলে বাবার
FacebookWhatsAppEmailShare